পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার উদ্যোগে কেশপুর ক্ষুদিরাম মোড় গ্রাম হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্ত দান অনুষ্ঠানে রক্ত দেন কেশপুর সার্কেলের আধিকারিক প্রনাবেশ মাহাতো, কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি সহ ৮৫ জন, কেশপুর থানার বিভিন্ন সিভিক ও পুলিশ কর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ জানান শুধুমাত্র রক্তের চাহিদা মেটানোর জন্য নয় নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য রক্ত দেওয়া প্রয়োজন। মানুষের শরীরে বছরে একবার রক্ত দিলে শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় বলে জানান তিনি। পাশাপাশি কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ জানান পুলিশের এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি পুলিশকর্মীরা যেভাবে রক্তদানে এগিয়ে এসেছেন তাতে আগামী দিনে অনেকটাই রক্তের চাহিদা মিটিবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নিজস্ব সংবাদদাতা, গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে কেশপুর থানার পুলিশের উদ্যোগে রক্তদান...