বসে আঁকো প্রতিযোগিতা দুবরাজপুরে।

0
533

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে আজ রবিবার বীরভূম জেলার দুবরাজপুরের মায়া মন্দির আর্ট একাডেমির পরিচালনায় এবং অঙ্কন প্রশিক্ষক স্বপন দাসবৈষ্ণব ও তুষার কান্তি মণ্ডলের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল অগ্রদূত সংঘের কমিউনিটি হলে। এদিন এই অঙ্কন প্রতিযোগিতায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুবরাজপুর, সিউড়ী, সাঁইথিয়া, রামপুরহাট, জয়দেব, হেতমপুর, লক্ষ্মীনারায়ণপুর সহ একাধিক জায়গার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মায়া মন্দির আর্ট একাডেমির কর্ণধার স্বপন দাসবৈষ্ণব জানান, আমরা প্রতিবছর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতাম। কিন্তু করোনা অতিমারীর জন্য এবং লক ডাউনের জন্য দুবছর করতে পারি নাই। তাই আমরা আবার এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলাম। এই প্রতিযোগিতায় চারটি বিভাগে সেরা মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে।