বীরভূম, সেখ ওলি মহম্মদ:- স্নাতক স্তরের পরীক্ষা অনলাইন করার দাবিতে আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হল প্রিন্সিপালের অফিসের দরজায়। করোনা আবহে দীর্ঘদিন পড়াশোনা অনলাইন চলায়, ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট হয়নি। দীর্ঘ দিন ধরে কলেজ বন্ধ থাকায় পড়াশোনা অনলাইনের মাধ্যমে করতে হয়েছে ছাত্রছাত্রীদের। যদিও সকল ছাত্রছাত্রীদের কাছে স্মার্ট ফোন না থাকায় তারা অনলাইন ক্লাস করতেও পারেনি। শুধু তাই নয়, কলেজ খুললেও বিভিন্ন ছুটি থাকায় সম্পূর্ণ ক্লাস হয়নি। তাই ছাত্রছাত্রীদের দাবি অন্যান্য কলেজের মতো হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের পরীক্ষাও যাতে অনলাইনে হয় তার দাবিতেই বিক্ষোভ দেখিয়ে আবেদন পত্র জমা দেন অধ্যক্ষের কাছে। যাতে বর্ধমান ইউনিভার্সিটি বিবেচনা করে এই দাবি গুরুত্ব দিয়ে দেখে। এদিন কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জী বলেন, ছাত্রছাত্রীদের দাবি কিছুটা যুক্তিসংগত, কারণ দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় পড়াশোনা তেমন হয়নি। তবে এ ব্যাপারে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেবে। আর ইউনিভার্সিটি যা সিদ্ধান্ত নেবে তা আমাদের মেনে নিতে হবে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সেখ আলী জানান, করোনা অতিমারীর জন্য বেশির ভাগ অনলাইনে ক্লাস হয়েছে। তারপর কিছুদিন কলেজ খুললেও অফলাইনে ক্লাস খুব কম হয়েছে। এখনও সিলেবাস সম্পূর্ণ হইনি। তাই আমরা বর্ধমান ইউনিভার্সিটির কাছে একটি আবেদন জানাচ্ছি যে পরীক্ষা গুলো অনলাইনে নেওয়া হোক। পাশাপাশি এই কলেজের সিক্স সেমিস্টারের ছাত্রী আয়ূসী সাহা জানান, আমরা অনলাইনে পরীক্ষার দাবি জানাচ্ছি। অনলাইনে ছাত্রছাত্রীরা ঠিকমত ক্লাস করতে পারেনি। কারোর আবার স্মার্ট ফোনও ছিল না সেই সময়।