অভিজিত বাবুর মেয়ের জন্মদিনে 50 জন আদিবাসী কচিকাঁচাদের পেট পুরে ভোজন।

0
368

আবদুল হাই, বাঁকুড়াঃ আর্থিকভাবে সক্ষম সমাজের যে কোন ব্যক্তির বাড়িতে কোন অনুষ্ঠান মানেই সমাজে অর্থবানদের নিয়েই মাতামাতি কিন্তু অভিজিত বাবু প্রায় স্রোতের বিপরীতে হাঁটলেন, তিনি তার মেয়ের জন্মদিন একটু অন্যভাবে, অন্য পরিবেশে করলেন।
বাঁকুড়ার বিষ্ণুপুর বৈলাপাড়ার বাসিন্দা অভিজিত বাবু তাঁর কন্যার জন্মদিন পালন করলেন 50 জন আদিবাসী কচিকাঁচাদের পেট পুরে ভোজন করানোর মধ্য দিয়েই।
মেয়ের শুভ জন্মদিনে বেলশুনিয়া অঞ্চলের লাগার ডাঙ্গা গ্ৰামে মল্লভূম প্রয়াসের কর্মীদের সহযোগিতায় ৫০ জন আদিবাসী কচিকাঁচাদের নিয়েই কাটালেন দিনটি। অভিজিত বাবুর এই উদ্যোগে খুশি এলাকার মানুষ এবং সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।