বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের খয়েরবাড়ি বন সংলগ্ন পশ্চিম শালকুমার এলাকায় হানা দিয়ে বিঘার পর বিঘা পাট ক্ষেতে তাণ্ডব চালায় একটি হাতির দল।

0
316

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের খয়েরবাড়ি বন সংলগ্ন পশ্চিম শালকুমার এলাকায় হানা দিয়ে বিঘার পর বিঘা পাট ক্ষেতে তাণ্ডব চালায় একটি হাতির দল। এদিন রাতে আনুমানিক তিরিশটি হাতির একটি দল খয়েরবাড়ি বন জঙ্গল থেকে বের হয়ে সারা রাত তাণ্ডব চালায় ওই এলাকায়। ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, রাতে প্রায় তিরিশটি হাতি এলাকায় তাণ্ডব চালিয়ে বিঘার পর বিঘা ভুট্টা ও পাট ক্ষেত তছনছ করে দেয়। হাতির তান্ডবে এলাকায় চাষ আবাদ করা দুষ্কর হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ।ভুট্টা খাবার লোভে হাতি প্রতিনিয়ত হানা দিচ্ছে লোকালয়ে বলে মনে করছেন বন দপ্তর।। বন দপ্তর সুত্রে খবর, হাতির হানা আটকাতে প্রতিনিয়ত টহলদারি চলছে। ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে।।