নিজস্ব সংবাদদাতা, মালদা:-আবারো রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। যার ফলে বিপাকে পড়েছেন রেল যাত্রীরা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ বিপর্যস্ত হতে চলেছে আগামী ২৭ শে মে থেকে ৩০ শে মে পর্যন্ত। রেল সূত্রে জানা যাচ্ছে ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম ও মগরা স্টেশন এলাকায় রেললাইনের সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এর জন্য প্রায় ৪৩ টি ট্রেনের রুট পাশাপাশি রূট পরিবর্তন করা হয়েছে পনেরোটি ট্রেনের। এর মধ্যে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ গামী ট্রেনের সংখ্যায় বেশি। সাময়িকভাবে বাতিল থাকছে মালদা কলকাতা যাওয়ার জনপ্রিয় ট্রেন গৌড় এক্সপ্রেস। বাতিল করা হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, মালদা এনজিপি যাওয়ার তিস্তা তোর্সা , কামরূপ এক্সপ্রেস, । এদিকে একাধিক ট্রেন বাতিল হয়ে যাওয়ার ফলে বিপাকে রেল যাত্রীরা । এদিন মালদা টাউন স্টেশন এর রিজার্ভেশন কাউন্টারে রেলযাত্রীদের টিকিট ক্যানসেল করার ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। এই বিষয়ে মালদা বিভীষণের ডিআরএম যতীন্দ্র কুমার জানান ব্যান্ডেল ও মগরা স্টেশন এলাকায় রেললাইন সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য বেশ কয়েকদিন ব্যাহত হবে রেল পরিষেবা। বন্ধ থাকবে বেশ কিছু ট্রেন।