দাঁতনের তররুইতে রাজ্য সরকারের ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ তদারকি করলো, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের এক প্রতিনিধিদল।

0
274

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তররুইতে রাজ্য সরকারের ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ তদারকি করলো, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের এক প্রতিনিধিদল। তররুই তে রাজ্য সরকারের ৪ কোটি টাকা ব্যয়ে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পটি থেকে এলাকার ১৬৫০টি বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। ইতিমধ্যেই ১২৫০টি বাড়িতে জলসরবরাহ করা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই প্রকল্পের কাজের তদারকি করেছেন রাজ্য বিধানসভার পূর্ত দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত এবং দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান সহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।