নলপুর পঞ্চায়েতের অন্তর্গত বেটিয়ারী প্রাইমারি স্কুলে হয়ে গেলে দুয়ারে সরকার ক্যাম্প।

0
325

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: নলপুর পঞ্চায়েতের অন্তর্গত বেটিয়ারী প্রাইমারি স্কুলে হয়ে গেলে দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। পঞ্চায়েতে মাধ্যমে গ্রামবাসী বা এলাকাবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগ এবং সমস্যা সমাধান সাধারণত হয়ে থাকে । তথাপি কিছু কিছু ক্ষেত্রে মাননীয়া উপলব্ধি করেছেন সরকার দুয়ারে অর্থাৎ জনগণের দোরগোড়ায় এসে পৌঁছাবে পরিষেবা নিয়ে, যেই ভাবা সেই কাজ। এমনই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের বাস্তবায়িত করে সাধারণ মানুষের মনের মনিকোঠায় স্থান নিয়ে ফেলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাইতো 2021 এর পর 2022 এ আবার দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বিভিন্ন পঞ্চায়েতের এলাকার। মুখ্যমন্ত্রী স্বপ্নের বেশ কতগুলো প্রকল্প বাংলায় সাধারন মানুষ প্রতিটা ক্ষেত্রে উপকৃত হয়েছেন । কন্যাশ্রী থেকে শুরু করে রুপশ্রী, লক্ষ্মীশ্রী, পুরোহিত ভাতা, সহ একগুচ্ছ প্রকল্প আজ সুনামের সহিত এগিয়ে চলেছে। সেসব প্রকল্পের সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। তাই দুয়ারে সরকার আবার শুরু হচ্ছে সাঁকরাইল ব্লক এর একুশে মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প বিভিন্ন পঞ্চায়েতের অন্তর্গত। তেমনি সাঁকরাইল ব্লক এর নলপুর পঞ্চায়েত অন্তর্গত বেটিয়ারী প্রাথমিক বিদ্যালয় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্পে সরোজমিনে উপস্থিত সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল এবং পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোরুই সহ পঞ্চায়েতের সকল কর্মীবৃন্দ। বিধায়িকা ক্যাম্পে বেশ কিছুক্ষন সময় কাটান।