নজরুল সংঘের উদ্যোগে নজরুলের মূর্তি উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

0
266

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ ১১ জ্যৈষ্ঠ। সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী। তিনি ছিলেন বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন নজরুল সংঘের উদ্যোগে আজ নজরুল জয়ন্তী পালন করা হল। এদিন ক্লাব প্রাঙ্গণ থেকে প্রথমে প্রভাতফেরি করে পাওয়ার হাউস মোড়ে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সনাতন পাল, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ সাইফুদ্দিন সহ ক্লাবের সদস্যরা। তারপর পুনরায় ক্লাবে ফিরে আসেন সকলে। তারপর নজরুল সংঘে নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। সাথে ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সনাতন পাল, মানিক মুখার্জী, সাগর কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ সাইফুদ্দিন সহ ক্লাবের সদস্যরা। নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এদিন বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।