বিজেপি ভেঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে আশ্রয় নিল প্রায় 200 টি পরিবার বলে তৃণমূল সূত্রের খবর।

0
347

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাহীর চর এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য সহ প্রায় 200 টি পরিবার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কুমার রায় বলেন বোয়ালমারীর বাহিরচর এলাকার পঞ্চায়েত জিতের চন্দ্র বিশ্বাস এদিন স্বেচ্ছায় তার দলীয় কর্মীদের নিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। বোয়ালমারী নন্দনপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায় বলেন বাহিরচর এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য সম্মানীয় জিতেন বিশ্বাসের নেতৃত্বে প্রায় 200 টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের কর্মী জগবন্ধু সরকার বলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য অঞ্জলি রায়ের স্বামী দক্ষ নাথ রায়ের নেতৃত্বে বাহীর চর এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য সহ তার দলের প্রায় 200 টি পরিবার তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে বিশ্বাস করে এবং মা মাটি মানুষের সরকারের উন্নয়ন কে বিশ্বাস করে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। এছাড়াও এই যোগদানকৃত সকলকে ধন্যবাদ জানান বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের কর্মী জগবন্ধু সরকার। উপস্থিত ছিলেন নির্মল কুমার রায়, নিরুপম রায় , জগবন্ধু সরকার , দক্ষ নাথ রায়, আনন্দ সরকার ,রতন সরকার, রবীন্দ্রনাথ সরকার, মলিন সরকার, সাধান লালা, গুরুদাস বর্মন, অমল রায়, জিতেন বিশ্বাস, নিমাই বিশ্বাস সহ অন্যান্যরা।