সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে পালিত হলো মেনস্ট্রুয়া ল হাইজিন ডে।
মূলত আই সি ডি এস কর্মী, আশা কর্মী এবং মহিলা শ্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি আলোচনা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার, জেলা পরিষদের সদস্য মনি মান্ডি, স্বাস্থ্য দপ্তরের ফিমেল কাউন্সিলর অপরূপা চক্রবর্তী, ওমেন ডেভলপমেন্ট অফিসার ফুলেশ্বরী নাগ, হেলথ সুপারভাইজার তারা মন্ডল এবং আই সি ডি এস ,আশা কর্মী ও মহিলা দলের মহিলা গণ।
ঋতুস্রাব যে মহিলাদের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া তা তুলে ধরে এর বিভিন্ন দিক ব্যাখ্যা করেন স্বাস্থ্য দপ্তরের ফিমেল কাউন্সিলর অপরূপা চক্রবর্ত্তী।
বিডিও মানস কুমার গিরি এই সম্পর্কে গ্রামের মেয়েদের আরো বেশি সচেতন করার কথা বলেন।