ফের ধূপগুড়ি শহরে চুরির ঘটনা, চাঞ্চল্য এলাকায়।

0
287

ধূপগুড়ি , নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার গভীর রাতে ধূপগুড়ি শহরের তালতলা এলাকায় এক মৃৎশিল্পীর বাড়িতে চুরির ঘটনায় হতবাক এলাকাবাসী।
তালতলা এলাকার বাসিন্দা মহানন্দ সরকার পেশায় মৃৎশিল্পী দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত পারিবারিক সমস্যা জনিত কারণে বেশ কিছুদিন ধরে বাড়িতে থাকেন না সেই সুযোগে ফাঁকা বাড়িতে চোরের দল তান্ডব চালায়। মৃৎশিল্পীর ভাই গোবিন্দ সরকার জানান, রাতের অন্ধকারে তালা ভেঙে ঘরের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় এমনকি জমানো টাকার ভার ভেঙে নগদ কিছু অর্থ নিয়ে চম্পট দেয় চোরের দল। তিনি আরোও অভিযোগ করেন সোনার চেন নগদ কিছু টাকা এমনকি প্রতিমার রং করার একটি মেশিন ঘর থেকে বাইরে ফেলে রেখে চম্পট দেয় চোর। এ বিষয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।