সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মাটি ধসের ফলে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে।
বাঁকুড়া ২ এর সান বাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সুড়ঙ্গ লক্ষ্য করে কয়েক জন যুবক।
নদী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই সুড়ঙ্গের হদিস মেলে।
এই সুড়ঙ্গ হঠাৎ করে লক্ষ্য করে কয়েক জন যুবক উৎসাহ বশত খোঁড়া খুড়ি শুরু করে। তারা প্রায় ২০ ফুট পর্যন্ত খোঁড়ে বলে স্থানীয় এক যুবক জানায়।
স্বভাবতই এই সুড়ঙ্গ ঘিরে জনগণের উৎসাহ বাড়লে ভিড় বাড়তে থাকে।
পরে প্রশাসন থেকে নিরাপত্তার স্বার্থে এটি সিমেন্ট, বালি দিয়ে বুজিয়ে দেওয়ার ব্যবস্থা করে।
চুন সুরকির এই সুড়ঙ্গ দেখে অনেক পুরাত ত্বের ধারণা এরসাথে ব্রিটিশ স্থাপত্যের মিল আছে।
কিন্তু সঠিক ভাবে কয়েক দিন ধরে পর্যবেক্ষণ না করলে এর সঠিক সিদ্ধান্তে আসা যাবে না।
এই সুড়ঙ্গ কে ঘিরে স্থানীয় মানুষদের উৎসাহ গভীর।