তামাক বিরোধী দিবসে ওদলাবাড়িতে সচেতনতা প্রচার ও পথসভা অনুষ্ঠিত।

0
292

মালবাজার, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার ছিল তামাক বিরোধী দিবস। এই উপলক্ষে  পালিত হল বিশ্ব তামাক বিরোধী সচেতনতা প্রচার ও পথসভা। ওদলাবাড়ী নেচার এন্ড এডভেঞ্চার সোসাইটির উদ্যোগে এবং মালবাজার পুলিশ,  স্বাস্থ দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার ওদলাবাড়ী ক্রান্তি মোড়ে এক সচেতনতা সভা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ওদলাবাড়ীর বিশিষ্ট চিকিৎসক ডা দীপক রঞ্জন দাস বলেন শুধু ধুমপান ও গুটকা সেবন নয়, বিভিন্ন নেশায় ছেয়ে যাচ্ছে সর্বত্র।তিনি বলেন আমরা জানি বহু মানুষ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে কেউ গলায় কেউ মুখে ও কেঊ লাংস এ ক্যান্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।তাই সবাইকে নেশা ত্যাগ করতে হবে। সুস্থ্য সাভাবিক জীবন যাবপন করতে হলে সকল নেশা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের উচিত ধুমপান মুক্ত পরিবেশ তৈরী করা।টি বি রোগ সন্বন্ধে সচেতন করে তিনি বলেন আমাদের বিশ্বে প্রতি মিনিটে তিনজন টিবি রোগে মারা যায়।এ বিষয়ে সচেতন থাকতে হবে। ডেঙ্গির বিপদ সন্বন্ধে সচেতন করে তিনি বলেন  জমা জলে ডেঙ্গির বীজানু থাকে। প্রত্যেককে দশ মিনিট সময় বের করে বাড়ীর আশেপাশে জমাজল বের করে দিন।
ডাক্তারবাবুর পাশাপাশি বক্তব্য রাখেন মাল মহকুমা পুলিশ আধিকারিক রবিন থাপা,ডুয়ার্স এক্সপ্রেসের রাজু নেপালী ও ব্রম্ব কুমারী সংস্থার রমা সরকার ।
ন্যাসের সভাপতি বিশ্বজিত নন্দী ও সম্পাদক নফসার আলি আজকের তামাক বিরোধী দিবসের তাৎপর্য  ব্যাখ্যা করেন।ছিলেন ওদলাবাড়ীর স্বেচ্ছাসেবী সংস্থা মানবিক মুখের প্রতিনিধিরা। সভার পরে এক র‍্যালী ওদলাবাড়ী জাতীয় সড়ক পরিক্রমা করে।
ওদলাবাড়ি ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তামাক ও মাদক বিরোধী সচেতনতা প্রচার করা হয়।