বাড়ির ছাদে টাওয়ার বসানো কে কেন্দ্র করে হিরাপুর এলাকায় গ্রামবাসীবৃন্দরা পথ অবরোধ করলেন ।

0
333

প্রকাশ কালি ঘোষাল হাওড়া : বাড়ির ছাদে টাওয়ার বসানো কে কেন্দ্র করে হিরাপুর এলাকায় গ্রামবাসীবৃন্দরা পথ অবরোধ করলেন। ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা পঞ্চায়েত স্থিত হিরাপুর বাজারে। স্বাস্থ্য সচেতনতা ও পশু পাখিদের কথা ভেবে টাওয়ার বসানোয় ঘোর বিরোধিতা করে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা।
এলাকাবাসীর অভিযোগ রাজা শেখ নামে এক ব্যক্তি তার বাড়ির ছাদের উপরে টাওয়ার বসাচ্ছেন কোন পরিকল্পনা ছাড়াই। এমনকি এলাকার সদস্যের অনুমতি তিনি নেননি। একমাত্র প্রধানের অনুমতিতেই তিনি টাওয়ার বসাচ্ছেন। পার্শ্ববর্তী লাগোয়া বাড়ি সুশান্ত মুখার্জী বললেন মৌখিকভাবে তিনি বলেছিলেন শেখ রাজা কে “যে আমাদের এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা টাওয়ার বসানো যেনো না হয়, আমাদের কোনো কথা না শোনায় আমরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি । যতক্ষণ না টাওয়ার বসানো পুরোপুরি কাজ বন্ধ হবে ততক্ষন আমাদের অবরোধ চলবে। অবরোধ চলতে থাকে বেশ কিছুক্ষণ । ঘটনাস্থলে ছুটে আসেন মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসাররা। প্রশাসনে এলেও অবরোধ তখনো তোলেননি এলাকাবাসীরা। পরিশেষে পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য অর্থাৎ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নবনীতা নস্কর ঘটনাস্থলে পৌঁছিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলেন। এলাকাবাসীরা এর আগেও সারেঙ্গা পঞ্চায়েতের প্রধান কে গন ডেপুটেশন দিয়েছিলেন। কিন্তু তাদের গণ ডেপুটেশনে কোনো কর্ণপাত করেননি পঞ্চায়েতের প্রধান। পরিশেষে আজ আবার পঞ্চায়েত এবং বিডিওতে ডেপুটেশন দেবার ব্যবস্থা করবেন বলে জানান এলাকাবাসীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টাওয়ারের কাজ বন্ধ করে। টাওয়ারের কাজে আসা কর্মীদের নিরাপত্তা দিয়ে ওই এলাকা থেকে বার করেন । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ গ্রামবাসীরা তুলেছেন ঘটনাস্থলে তিনি আসেননি এবং গ্রামবাসীদের কাছ থেকে জানা যাচ্ছে তিনি অন্য আরেকটি জায়গায় থাকেন। সাময়িকভাবে কাজ বন্ধ হলেও ভবিষ্যতে এই কাজ বন্ধ হয় কি না তার জন্য অপেক্ষায় রইলেন এলাকাবাসীরা।