ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, প্রতিবাদে রাস্তা অবরোধ দলীয় নেতাকর্মীদের।

0
246

মনিরুল হক, কোচবিহারঃ তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়ি। গতকাল রাতে ভেটাগুড়ি বাজার বুথ কমিটির সভাপতি মনোরঞ্জন বর্মণের বাড়িতে পরপর তিনটি বোমা ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকে ভেটাগুড়িতে দিনহাটা কোচবিহার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ওই বোমাবাজির সাথে যুক্ত। শুধু এদিনই নয়, এর আগেও তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মণ আরও দুই দলীয় নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। এনিয়ে পুলিশ বারবার অভিযোগ করার পরেও দুষ্কৃতিরা অধরা থেকে যাচ্ছে। আর একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই তাঁরা নিরুপায় হয়ে এদিন পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িও ভেটাগুড়ি বাজার লাগোয়া এলাকায়। তাই এদিনের ওই বোমাবাজির ঘটনার পর তৃণমূল পথ অবরোধ করতে নামলে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করে ভেটাগুড়ি বাজার এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।তবে তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির প্রথম সারির কোন নেতা মন্তব্য না করলেও ভেটাগুড়ির স্থানীয় নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই ওই বোমাবাজির ঘটনা ঘটেছে। এর পিছনে বিজেপির কোন হাত নেই।
যার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে, সেই তৃণমূলের বুথ সভাপতি মনোরঞ্জন বর্মণ বলেন,“গতকাল রাতে মোটর সাইকেল নিয়ে আসে দুষ্কৃতিরা। এসেই প্রথমে একটি বোমা বাড়ির কালীমন্দিরে ছোড়ে। এরপরেই পরপর দুটি বোমা ঘরের ওয়ালে ছোড়া হয়। বোমার শব্দে বাড়ির সকলেই আতঙ্কিত হয়ে পরি। এরপর বাড়ি থেকে বের হলে ওই দুষ্কৃতিরা চম্পট দেয়।”
তৃণমূলের ভেটাগুড়ি অঞ্চল কমিটির সভাপতি অনন্ত বর্মণ বলেন,“শুধু এদিনই নয়,গত এক মাসে আমাদের দলের ৪ নেতৃত্বের বাড়িতে বোমা ছোঁড়ার ঘটনা ঘটেছে।এটা যে বিজেপি নেতৃত্বের নির্দেশে তাঁদের দুষ্কৃতিরা ঘটাচ্ছে। তা এখানকার সাধারণ মানুষ থেকে পুলিশ সকলেই জানে। আমরাও একাধিকবার অভিযোগ করেছি। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারে নি। তাই এদিন বাধ্য হয়ে আমরা পথ অবরোধে নেমেছি।”
আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। ওই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই নিজেদের এলাকায় সংগঠন মজবুথ করতে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি ওই এলাকায় হওয়ায় এক সময় সেখানে তাঁদের দলের সাংগঠনিক শক্তি অনেকটাই বেশী ছিল। কিন্তু রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে দিনহাটার অন্যান্য এলাকার মত ভেটাগুড়িতে সাংগঠনিক শক্তি ক্ষয় হতে শুরু করে।
তৃণমূলের অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনে সাংসদের নিজের বাড়ির এলাকায় পদ্ম ফোটাতে ব্যর্থ হবে বুঝতে পেরেই এই ভয় ও সন্ত্রাসের পরিবেষ সৃষ্টি করতে চাইছে বিজেপি।