নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রানাঘাট পৌরসভায় সাংবাদিক সম্মেলন করা হলো যেসব ফেলে দেওয়া জিনিস সেগুলি দিয়ে সার তৌরি করা হচ্ছে পচনশীল জিনিস দিয়ে ।পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁ কিংবা খাবারের দোকান থেকে ডিমের খোলা সংগ্রহ করে সেগুলি গুঁড়ো করে গাছের সার তৌরি করা হচ্ছে ।1লা জুলাই থেকে রানাঘাটে প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে ।
কোনোরকম প্লাস্টিক ব্যাবহার করা যাবে না । এই দিন উপস্থিত ছিলেন পৌরপতি কোষলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে,সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ।