সুভাষ চন্দ্র দাশ,ঝড়খালি –প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালিতে অবস্থিত ঝড়খালি কোষ্টাল থানা। সেই থানায় বসেই সাধারণ মানুষের সুরক্ষার জন্য যাঁরা নিয়োজিত,বিশ্ব পরিবেশ দিবসে এবার তাঁদের কে দেখা গেলো এক ভিন্ন চরিত্রে।রীতিমতো সকলকেই চমকে দিয়ে কোদাল,ঝুড়ি হাতে নিয়ে উর্দি পরে রাজপথে নেমে পড়লেন পুলিশ কর্মীরা।দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়তে প্লাস্টিক বর্জন এবং বৃক্ষরোপণ কতটা জরুরী সে সম্পর্কে রবিবার সারা দিন সচেতন করলেন এলাকার সাধারণ নাগরিকদের কে।শুধু সচেতন করা নয়।রীতিমতো রাজপথের যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনা,প্লাসটিক কুড়িয়ে পরিষ্কার করলেন ঝড়খালি কোষ্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারীক প্রদীপ প্রদীপ রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পরে সেই সমস্ত খোলা জায়গায় রোপণ করলেন চারাগাছ।
থানার ভারপ্রাপ্ত আধিকারীক প্রদীপ বাবু জানিয়েছে ‘বিগত দিনে প্রচুর হারে প্লাসটিক ব্যবহার বেড়ে গিয়েছিল। সচেতনতার ফলে সাধারণ মানুষ প্লাসটিক ব্যবহার করার দিক থেকে মুখ ফিরিয়েছেন।পাশাপাশা বিশ্ব উষ্ণায়ণ বেড়েই চলেছে।পরিবর্তন হচ্ছে জলবায়ুও। ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং আগামী ভবিষ্যত প্রজন্ম যাতে করে সুন্দর পরিবেশ বেঁচে থাকতে পারে তার জন্য সকলকেই স্বতঃষ্ফুর্ত ভাবে এগিয়েই আসতে হবে।সেই কারণে যত বেশি সম্ভব গাছ লাগানো এবং প্লাসটিক বর্জন করা জরুরী।ফলে সবুজ মনোরম পরিবেশ গড়ে উঠতে বাধ্য।আমরা নিজেরা উদ্যোগী হয়ে সাধারণ নাগরিকদের কে সচেতনতার বার্তা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।