তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপন করে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

0
361

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা দিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, জলপাইগুড়ি-এর পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় চত্তরে এবং শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়।সংগঠনের জেলা সভাপতি শ্রী স্বপন বসাকের নেতৃত্বে পরিবেশ সচেতনতার বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। নিজে হাতে গাছের চারা রোপন করে কর্মসূচির
আনুষ্ঠানিক উদবোধন করেন ডি পি এস সির চেয়ারম্যান শ্রী লৈক্ষমোহন রায়।
এই প্রসঙ্গে তিনি জানান, আমরা জানি একটি গাছ একটি প্রাণ, তাই আজ বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য।