বিশাল গর্ত থেকে হস্তিশাবক উদ্ধার।

0
277

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিশাল গর্ত থেকে হস্তিশাবক উদ্ধার। ঘটনাটি বক্সা ব্যঘ্র প্রকল্পের অধীন নিমতি রেঞ্জ এলাকার। বন দপ্তর সূত্রের খবর, সোমবার রাত দেড়টা নাগাদ একটি হস্তিশাবক গর্তে পড়ে যায়। গভীর রাতে শাবকটির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছোন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও নিমাতি রেঞ্জের বনকর্মীরা। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর পাঁচটা নাগাদ বনকর্মীরা ওই হস্তিশাবকটিকে গর্ত থেকে ওপরে তুলে আনতে সক্ষম হন।বন দপ্তর সূত্রে খবর, ওই হস্তিশাবকটিকে প্রাথমিক চিকিৎসার পর নিমাতি বিটের ১ বি কম্পার্টমেন্টের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ওই শাবকটিকে মা হাতি ফিরিয়ে নেয় কি না, সেদিকে বনকর্মীরা নজর রাখছেন।