সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন।
সমস্ত মানুষের কাছে রেশনের দ্রব্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রকল্প।
অনেক প্রান্তিক মানুষ আছে যারা দূরত্ব বা নানা কারণে রেশন দ্রব্য তুলতে পারে না, তাদের কথা মাথায় রেখেই সরকারের এই দুয়ারে রেশন প্রকল্পের ভাবনা।
৯ ই জুন বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন রেশন গ্রহীতারা দুয়ারে রেশনের সামগ্রী পেলো।
রেশন ডিলার কল্পনা চ্যাটার্জী তাঁর রেশন গ্রহীতাদের রেশন সামগ্রী দেন তিলুড়ী ধোপাপাড়ায়।
উপস্থিত গ্রহীতারা ধীরে ধীরে শান্তি পূর্ণ ভাবে তাদের সমগ্র রেশন সামগ্রী গ্রহণ করে।