বীরভূম, সেখ ওলি মহম্মদ:- রাস্তা সংকীর্ণ হওয়ার জন্য বীরভূম জেলার দুবরাজপুর শহরে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নিত্যদিন যানজট লেগেই থাকে। ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। যদিও বা সকাল দিকে দুবরাজপুর থানার পুলিশ যানজট মুক্ত করতে দরবেশ মোড় ও সাতকেন্দুরী মোড়ে ট্রেলার গাড়িগুলো রাখার ব্যবস্থা করেছে। সেই গাড়ী গুলো দুপুর ১২ টার পর ছাড়া হয়। কিন্তু তবুও যানজট এড়ানো যাচ্ছে না। তাই এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের নিকট বার বার আবেদন জানিয়েছি বাইপাশের জন্য। কিন্তু তাঁরা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে বাইপাশের জন্য টাকাও বরাদ্দ হয়েছে। কিন্তু হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের।