বর্তমান পরিস্থিতি নিয়ে কাঁথি থেকে রাজ্য প্রশাসন কে নিশানা শুভেন্দু অধিকারীর।

0
297

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুভেন্দু অধিকারীকে জেলার বাইরে অর্থাৎ হওড়ার উলুবেড়িয়াতে যেতে বারণ কাঁথি পুলিশের। তবে জেলার মধ্যে কোথাও যেতে বারণ নেই বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে। রবিবার সকালে শুভেন্দু অধিকারীর হাওড়া যাওয়ার কথা ছিল।যেহেতু হাওড়তে ১৪৪ ধারা জারি করা হয়েছে সেই কারণে বিরোধী দলনেতাকে হাওড়া যেতে বারণ করে নোটিশ পাঠায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পুলিশ।
অপরদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ শুধু নোটিশ পাঠানো নয় ,তিনি যতে বাইরে যেতে না পরেন তার জন্যে তাঁর বাড়ার কাছে গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড করেছে পুলিশ। এইদিন শান্তিকুজ্ঞের সামনে সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন বাড়ির বাইরে যেতে বারণ করাটা অসভ্যতা । আমি আইন মেনে চলি। ১৪৪ধারা জারি থাকলে চারজনের বেশি লোক নিয়ে জমায়েত কিংবা যাতায়াত করা যাবেনা। আমি আইন মেনে এলাকায় যওয়ার চেষ্টা করব। কারণ বিকেলে কোলকাতার একটি অনুষ্ঠানে আমার যোগদিতে যওয়ার কথা। আর কোলকাতা যেতে গেলে হাওড়া গ্রামীণের ওপর দিয়ে যেতে হবে। আমি ১৪৪ মেনে একা যওয়ার জন্যে বলেছি। আমার ধারণা কোলাঘাটে আমকে আটকানো হবে। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে পুলিশ মন্ত্রী কে নিশানা করলেন।