বাঁকুড়া জেলায় বড়জোড়া ও বিষ্ণুপুর ব্লকে জয় কিষাণ আন্দোলনের সংগঠন ও কর্মসূচী বৃদ্ধি।

0
411

কোলকাতা/বাঁকুড়া ১৫ই জুন ২০২২:- আজ বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাহাড়পুর, জমাদার গ্রাম এবং কৃষ্ণনগর অঞ্চল ও বিষ্ণুপুর ব্লকে মড়ার অঞ্চলে জয় কিষাণ আন্দোলনের ৪টি নতুন গ্রামীন ইউনিট গোঠিত হল। পাহাড়পুর অঞ্চলের দায়িত্ব নিলেন নিরঞ্জন খাঁ, জমাদার গ্রাম অঞ্চলের দায়িত্ব নিলেন আদিত্য ভুঁই, কৃষ্ণনগর অঞ্চলের দায়িত্ব নিলেন উত্তম পাল এবং মড়ার অঞ্চলের দায়িত্ব নিলেন উত্তম ঘরামী। নতুন ইউনিটগুলির দায়িত্ব প্রাপ্ত নেতৃত্বকে গামছা ও সংগঠনের গেঞ্জি টুপি দিয়ে অভ্যর্থনা জানালেন জয় কিষাণ আন্দোলনের সর্ব ভারতীয় সভাপতি অভিক সাহা।


নবগোঠিত এই ইউনিটগুলির কর্মসূচী নিয়ে বিস্তৃত আলোচনার পরে বাঁকুড়া জেলার জয় কিষাণ আন্দোলনের সভাপতি শ্রী ননী রায় বলেন: “নিত্যদিন, এই সমস্ত অঞ্চলে, বিশেষত বড়জোড়া ব্লকে কয়লাখনি সংক্রান্ত নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। চাকরির বিনিময়ে কয়েক হাজার কৃষকের জমি অধিগ্রহন করা হয়েছিল কয়েলাখনির জন্য। কিন্তু তারা সঠিক এবং সময় মতো মাইনে পাচ্ছেন না। এছাড়া ব্লাস্টিং হওয়ার দরুন গ্রামের বাসস্থান ভেঙে পড়ছে কিন্তু খনি কর্তৃপক্ষ কোন রকম ক্ষতিপূরণ দিচ্ছেন না। পাশাপাশি জমির রেকর্ড নিয়ে নানা রকম সমস্যা সৃষ্টি করছে প্রশাসন। এই সমস্ত সমস্যাগুলো নিয়ে বৃহত্তর আন্দোলন খুব শ্রীঘই শুরু হতে চলেছে। বিষ্ণুপুরের মড়ার অঞ্চলের উদবাস্তু কৃষকরা জমির দলিল পেলেও পরচা পাচ্ছেন না। বারংবার আবেদনের পরেও ভূ-রাজস্ব দপ্তরের রাজ্য স্তরিয় পর্যায়ে সমস্ত আবেদন আটকে আছে। উদবাস্তু কৃষকরা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন পরচার অভাবে। এ বিষয়ে বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই যে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে তাতে এই অঞ্চলের কৃষকরা যোগ দেবেন।”

*মিডিয়া সেল, জয় কিষাণ আন্দোলন, পশ্চিমবঙ্গ*
যোগাযোগ: ৮৩৩৬৯৩৯৩৯৩