প্লাস্টিক মুক্ত শহর গড়তে কান্দি পৌরসভার বিশেষ উদ্যোগ।

0
328

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  কান্দি শহরকে প্লাস্টিক মুক্ত গড়ে তুলবার উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার বিশেষ উদ্যোগ বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিন সন্ধ্যায় কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটকের নেতৃত্বে কান্দি বাস স্ট্যান্ড সহ কান্দি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক ট্রাক্টর প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করল কান্দি পৌর কর্তৃপক্ষ। প্লাস্টিক মুক্ত শহর গড়বড় উদ্দেশ্যে এই অভিযান চালানো হবে আগামী দিনে কান্দি শহরে বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক।