নন্দীগ্রামে পদযাত্রায় শামিল হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে বর্তমান রাজ্য সরকার কে কটাক্ষ শুভেন্দু অধিকারী।

0
276

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পদযাত্রা হয়।এইদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তিনি। এই দিন পরিশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন হাজার হাজার আছে পরীক্ষা দেয়নি বেসিক নাই এরকম হাজার হাজার আছে।সব চাকরি যাবে। নন্দীগ্রামে সুফিয়ানের মেয়ে আছে, নন্দীগ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহেরের আত্মীয় আছে। তাদেরও চাকরি যাবে। চোর ধরো জল ভরো এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্চিতা প্রধান তারও চাকরি গেছে কুড়ি নম্বর তালিকায় নাম রয়েছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বললেন ও এলাকার তৃণমূল নেতা মহাদেব কে ধরে পার্থ চট্টোপাধ্যায় কে টাকা দিয়েছে। ১০ থেকে ১২ লাখ টাকা দিয়েছে।উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা শিক্ষা কর্মাধ্যক্ষ। অগ্নিপথ ইস্যু নিয়ে কিছুই বললেন না শুভেন্দু অধিকারী।