পেট্রোপণ্যের ও দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা করিশুন্ডায়।

0
213

আবদুল হাই, বাঁকুড়াঃ পেট্রল,ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের, এমতাবস্থায় সংসার চালাতে নাজেহাল সাধারণ মানুষদের।
করোনার দাপটে মানুষের রোজকার কমেছে কিন্তু কমেনি পেট্রল, ডিজেল ও গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বরঞ্চ প্রতিদিন নিয়ম করে বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম ফলে চরম সংকটের মধ্যে দিন যাপন করছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষজন। এছাড়াও প্রায় সাত আট মাস১০০দিনের কাজ করে টাকা এখনো পায়নি জব কার্ডের সাথে যুক্ত শ্রমিকেরা। সোমবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে করিশুন্ডা অঞ্চলের উদ্যোগে পেট্রল, ডিজেল ও গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ভাবাপুরে।এদিনের প্রতিবাদ সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এদিনের প্রতিবাদ সভার উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন রক্ষিত, আতাউল হক , নিমাই মহন্ত, মোল্লা নাসের আলি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক।