সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহার পৌরসভায়।

0
251

কোচবিহার, ২৩ জুনঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহার পৌরসভায়। এদিন ওই সভা অনুষ্ঠিত হয় কোচবিহার পৌরসভার কনফারেন্স হলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, ন্যা শনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে তোর্সা নদী তীরতে কোচবিহার শহর সংলগ্ন গাড্ডার পাড় এলাকায় পচনশীল এবং অপচনশীল বর্জ্য সলিড ওয়েস্ট ম্যা নেজম্যাযন্ট তৈরি করে পৌরসভা। ওই পচনশীল এবং অপচনশীল বর্জ্য সলিড ওয়েস্ট ম্যা নেজম্যাুন্ট কাজ করে আসছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারপর দ্বিতীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই কাজ করবে। তাছাড়া যে জায়গায় ওই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়েছে সেখানে ঘনবসতি হচ্ছে। পচনশীল এবং অপচনশীল বর্জ্য স্তূপাকারে রয়েছে তার কারনে পরিবেশ দূষণ হচ্ছে। নদী দুষিত হচ্ছে, এলাকা দুর্গন্ধ হচ্ছে। সেই দূষণ গুলি কি কি করলে তা যাতে কমানো যায় সেই কারনে আজ পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বৈঠক করা হয়।