নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সিভিক ভলেন্টিয়ার দের জন্য কি আইন জানি না, তবে অগ্নিপথ প্রকল্পে সেনাতে যোগ দিলে রাজনীতির ময়দানে যুবক কম পরবে।
বৃহস্পতিবার বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উপস্থিততে ভারত কেসারী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা কার্যালয়ে।
এখানেই তিনি নানান বিষয়ে মন্তব্য করেন, যার মধ্যে এই সিভিক ভলেনট্রিয়ার দের প্রসঙ্গ উঠে আসে,
দিলীপ বাবু, বলেন এদের জন্য কি নিয়ম আছে জানি না, সরকার কবে এদের নিয়ে আইন বানিয়েছে জানা নেই,
তার থেকে ভালো এই তরুণরা অগ্নিপথের মতো প্রকল্পে যোগ দিক, একদিকে যেমন ২৫ হাজার টাকা বেতন নিশ্চিত, এবং চার বছর পর ১২ লক্ষ টাকা সহ অন্যান্য চাকরিতে সুযোগ, সঠিক ভাবে প্রকল্পেটি বুঝে যদি তরুণ প্রজন্ম অগ্নিপথে যোগ দেয়, তাহলে রাজনীতির ময়দানে যুবক কম পরবে এটা বলতে পারি।