বাংলাদেশের চিনি কোম্পানি ছাড়া বর্জ্য জলে আবারও প্রবলভাবে দূষিত হলো চূর্ণী নদী।

0
2155

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশের চিনি কোম্পানি ছাড়া বর্জ্য জলে আবারও প্রবলভাবে দূষিত হলো চূর্ণী নদী। গত পরশু রাত থেকে দূষিত জল ঢোকা শুরু হয় রানাঘাট চুর্নীতে।।নদীতে দূষিত জল ঢোকার ফলে ভেসে উঠছে মাছ থেকে শুরু করে অন্যান্য জলজ জীব। মরা মাছের গন্ধে বর্তমানে চূর্ণীর ধারে যাওয়া দায়।নদীর জলের রং একবারে কালো হয়ে গেছে। স্নান করতে পারছেন না সাধারণ মানুষ।তাঁরা চাইছেন অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক সরকার।