সহদেব খাঁর মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত, অহেতুক রাজনীতি চাইছে না পরিবার।

0
222

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :- বাঁকুড়ার কোতুলপুর থানার কোটালদিঘি ঢকপাড়া এলাকার বাসিন্দা সহদেব খাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। গতকাল মৃতদেহ উদ্ধারের পরই ওই ব্যাক্তি বিজেপি সমর্থক ও তাঁকে খুন করা হয়েছে দাবী তুলে আন্দোলনে নামে বিজেপি। আজ মৃতের বাড়িতে যাওয়ার কথা রয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। মৃত সহদেব খাঁ একসময় বিজেপি করলেও বর্তমানে তাঁর সাথে রাজনীতির কোনো যোগ ছিলনা বলে দাবী পরিবারের। বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি চাইছে না পরিবার। সহদেব খাঁর মৃত্যুর ঘটনা নিয়ে পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দায়ের না করলেও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

বাঁকুড়ার কোটালদিঘি ঢকপাড়া এলাকার বাসিন্দা সহদেব খাঁ দিন কয়েক আগে পাত্রসায়েরে নিজের বোনের বাড়িতে যান। রবিবার সকালে কোটালদিঘি ঢকপাড়ায় নিজের বাড়িতে ফেরার নাম করে বোনের বাড়ি থেকে বের হন। কিন্তু সেদিন তিনি বাড়িতে ফেরেননি। পরের দিন অর্থাৎ সোমবার সকালে পাথরচটি এলাকায় রাস্তার ধারে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপরই আসরে নামে বিজেপি। মৃত সহদেব খাঁ তাঁদের সক্রিয় কর্মী দাবী করে ও ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে বিজেপি সোমবার বিকালে বাঁকুড়ার কেরানি বাঁধ মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে। একই দাবীতে বিষ্ণুপুরে মোমবার মোমবাতি মিছিল করে বিজেপি। আজ মৃতের বাড়িতে যাওয়ার কথা রয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। মৃতের পরিবারের দাবী সহদেব খাঁ একসময় বিজেপি করলেও বর্তমানে দলের সাথে সেভাবে যোগাযোগ ছিলনা। তবে পরিবারের দাবী মৃতদেহ যেভাবে গাছে ঝুলছিল তাতে তাঁদের সন্দেহ তীব্র হয়েছে। ঘটনার প্রকৃত তদন্তের দাবী জানিয়েছে পরিবার। পুলিশ অবশ্য প্রাথমিক ভাবে মনে করছে ওই ব্যাক্তি মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন।