মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার কে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য।

0
319

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার কে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ শান্তিপুর কামার পাড়া এলাকার একটি গৃহস্থবাড়িতে হঠাৎ ঢুকে পড়ে বিষধর চন্দ্রবোড়া সাপ। সাপটিকে দেখার পর থেকেই আতঙ্ক সৃষ্টি হয় ওই পরিবারে, ওই গৃহস্থবাড়িতে সাপটি উদ্ধার করতে যায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। সাপটি উদ্ধার করার প্রক্রিয়া চলাকালীন শান্তিপুর বেলঘড়িয়া অঞ্চলের বাইপাস পাড়া এলাকার আরো একটি গৃহস্থ বাড়ির ভেতরে প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পরার খবর আসে। কামারপাড়ার গৃহস্থবাড়িথেকে চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করার পরেই বাইপাস পাড়া এলাকার গৃহস্থ বাড়ির ভেতরে ঢুকে পড়া প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। যদিও ওই প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া সাপটি দেখার পর থেকেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়, প্রচুর মানুষের জমায়েত হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পরপর দুটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় গোটা শান্তিপুর জুড়ে। যদিও উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর দুটি চন্দ্রবোড়া সাপকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছেন তিনি। যদিও শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে একের পরে এক বিষধর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় আবারও নতুন করে আতঙ্কের দানা বেঁধেছে মানুষের মধ্যে।