বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের রামপুরে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন।

0
233

সুদীপ সেন, বাঁকুড়া:-  রাজ্যের বিভিন্ন পরিষেবার সাথে স্বাস্থ্য পরিসেবা তেo যথেষ্ট নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কল্পে জনসংখ্যার ওপর নির্ভর করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ব্লকে উপ স্বাস্থ্য কেন্দ্র।

সেই মতো ৩০ ই জুন বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের রামপুর গ্রামে উদ্বোধন হলো নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বি,এম,ও, এইচ ডাক্তার অনিক কুমার বিশ্বাস, গঙ্গাজল ঘাঁটির আই, সি, মিঠুন ব্যানার্জী, শালতোড়া থানার ওসি শুভাশিস হালদার, সমাজসেবী সন্তোষ কুমার মন্ডল, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ,কর্মীগণ, প্রধান এবং রামপুর গ্রামের জনসাধারন।

রামপুর গ্রামে এই উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠায় ভীষণ খুশি গ্রামের সাধারণ মানুষজন।
গ্রামেই চিকিৎসা পরিসেবা পাওয়া যাবে, যেতে হবে না আর দূরে কোথাও চিকিৎসা করাতে, তাই খুশি মহিলারাও।

দুই কর্মসূচিতেই সমাজসেবী সন্তোষ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।