বাড়িওয়ালা ও ভাড়াটের বিবাদের জেরে হাজির শিবপুর থানার পুলিশ।

0
296

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  মদ্যপ অবস্থায় ভাড়াটিয়া মহিলাকে গালিগালাজ করার প্রতিবাদ।ভাড়াটিয়াদের বেধড়ক মারধরের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে।এমনকি ভাড়াটিয়ার এক শিশুন্তানকে ছিনিয়ে নিয়ে ছাদ থেকে ফেলে দেবার হুমকি দেওয়া হয় বলে আরো অভিযোগ।ঘটনাটি ঘটেছে শিবপুর থানার অন্তর্গত অতীন্দ্র মুখার্জি লেনে।ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ পৌঁছয়।আহতদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।ভাড়াটিয়া প্রমোদ সিং ও তার পরিবার অভিযোগ করে কোনো কারণ ছাড়াই মদ খেয়ে বাড়িওয়ালা সূর্য নারায়ন সাউ ফ্ল্যাটের সবাইকে গালিগালাজ করে।আজ তার বৌমাকে নেশা করে অভদ্র ব্যবহার করে।এর প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়।মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টা করা হয়।সূর্য নারায়ন সিংয়ের বৌমা খুসবু সিং তাদের শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে ছাদ থেকে ফেলে দেবার হুমকি দেয়।খুশবু সিং জানান তার শ্বশুরমশাই মদ খেয়ে ছিলেন এটা ঠিক কিন্তু কোনো বাজে ব্যবহার করেননি।ভাড়ার টাকা চাইতে গেছিলেন বলে তাকে মারধর করা হয়।আর কোনো শিশুকে তিনি মারধর করেননি।ফেলে দেবার হুমকি ও দেননি।এই ঘটনায় দু পক্ষই থানায় অভিযোগ করছে।ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।