ভরা মরশুমে ইলিশ শিকারে বেরিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, কিন্তু সমুদ্রে দেখা নেই ইলিশের।

0
213

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ইলিশে ভাটা, হতাশ মৎস্যজীবীরা। ভরা মরশুমে ইলিশ শিকারে বেরিয়েছে মৎস্যজীবীদের ট্রলার। কিন্তু সমুদ্রে দেখা নেই ইলিশের। ফলে খালি হাতে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। মরশুমে প্রথম দিকে ইলিশ যোগানে ভাটা পড়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যজীবী ও ট্রলার লঞ্চ মালিকেরা। পরপর প্রতি বছর দিঘায় ইলিশের যোগান কমছে। এবছর ইলিশের যোগান প্রায় নেই বললেই চলে। মরশুমের প্রথম দিকে গত বছরের তুলনায় দিঘায় ইলিশ উঠেছে অনেক কম।