দুবরাজপুরের ইসলামপুরে ইদুজ্জোহার নমাজে সচেতনতার বার্তা।

0
303

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- হিজরি বছরের শেষ মাস হল জিলহজ। এই মাস ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসেরই ১০ তারিখে ইদুজ্জোহা অর্থাৎ কুরবানি পালিত হয়। ইদুজ্জোহা সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। এই দিনটির অন্যান্য আরও নাম আছে। ঈদুল আজহা বা ঈদুল আধহা। অনেক সময় একে বকরিদ বা কোরবানিও বলা হয়। ঈদ শব্দের আক্ষরিক অর্থ হল উৎসব। আধহা শব্দটির অর্থ ত্যাগ। ঈদুল আজহা বা ঈদুল আধহা শব্দটির আরবি অর্থ ‘ত্যাগের উৎসব’। তাই সারা বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর গ্রাম ষোলো আনার ঈদগাহে ইদুজ্জোহার নমাজ সম্পন্ন হল। এদিন নমাজ পড়ান হজরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নঈমী এবং দোয়া পাঠ করেন হজরত সৈয়দ আজিমউদ্দিন নঈমী। তাছাড়াও অন্যান্য পীর সাহেবরা ছিলেন। এই ঈদগাহে ২০ হাজারের বেশি মানুষ নমাজ পড়তে এসেছিলেন। নমাজ শেষে রাজ্যের সকল স্তরের মানুষকে ইদুজ্জোহার শুভেচ্ছা জানালেন ইসলামপুর উৎসব কমিটির সেক্রেটারী সেখ নাজির উদ্দিন। তিনি আরও জানান, করোনা অতিমারীর জন্য বিগত দু’বছর আমরা এখানে নমাজ পড়তে পারিনি। তবে আবার সকলে একসাথে নমাজ পড়লাম খুব ভালো লাগল। তাছাড়াও করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই সাধারণ মানুষকে এখান থেকেও সচেতন করা হল। পাশাপাশি যাঁরা পশু কুরবানি করবেন তাঁরা যাতে ফেসবুক, হোয়াটসএপ এবং সোস্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেন তার জন্যও অনুরোধ করা হল।