একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সভায় যোগদানের আহ্বান জানিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের মিছিল।

0
218

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শহীদ স্মরণসভা।সেই শহীদ স্মরণসভার সফল করে তুলতে দলীয় কর্মী ও সমর্থকেরা বুধবার ঝাড়গ্রাম জেলা জুড়ে মিছিল ও পদযাত্রার আয়োজন করে । বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় রোহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়।ওই পদ যাত্রায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খাগেন্দ্রনাথ মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, রোহিনী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাত সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত বলেন একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভায় সাঁকরাইল ব্লকের প্রতিটি এলাকা থেকে দলের কর্মী ও সমর্থকরা যাবেন। দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তাই সাঁকরাইল ব্লক জুড়ে একুশে জুলাই এর প্রস্তুতি সভা ও মিটিং মিছিলের আয়োজন করা হয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গৌতম মাহাতোর উদ্যোগে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ঐতিহাসিক মহা মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গৌতম মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অজয় সেন, তৃণমূল কংগ্রেসের নেতা গঙ্গাধর দাস সহ আরো অনেকে। কাউন্সিলর গৌতম মাহাতো বলেন একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সভায় ঝাড়গ্রাম পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ যাবেন। এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ধর্মতলা চলোর আহ্বান জানিয়ে বুধবার মহা মিছিলের আয়োজন করা হয়। তিনি সর্বস্তরের মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সভায় শামিল হওয়ার আহ্বান জানান। এছাড়াও ঝাড়গ্রাম জেলার জামবনি , বিনপুর সহ বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার ২১ জুলাই এর সমর্থনে ধর্মতলা চলোর আহবান জানিয়ে মিছিল, পদযাত্রা ও সভার আয়োজন করা হয়।