প্রচন্ড রোদে আখের রসেই ভরসা পথ চলতি মানুষের।

0
317

মনিরুল হক, কোচবিহার: প্রচন্ড দাবদহ উত্তরবঙ্গ জুড়ে, স্বস্তির নেই কোচবিহারেও। গত এক সপ্তাহ জুড়ে মেঘের মধ্যে থেকে সূর্যের প্রখর উকি গোটা কোচবিহারের আকাশটাকে যেন জ্বলন্ত চাতাল করে দিয়েছে। মনে হচ্ছে আকাশ থেকে মাটিতে অগ্নিবান নামছে। আর এই প্রখর তাপে হাঁফিয়ে উঠেছেন ছোট বড় সকলেই। আর সেই ক্লান্তি দূর করতে রাজার শহরে কোচবিহারে রাস্তার মোড়ের আখ নিয়ে পশরা সাজিয়ে রেখে রস বিক্রি করছে।
সকালে সূর্যের তাপমাত্রা যতবেশি হয় ততই হাসফাঁস হয়ে ওঠে শহরবাসী। দেখা যাচ্ছে শহরে পথ চলতি মানুষেরা আখের রস দিয়ে একটু গলা ভিজানোর চেষ্টা করছে। গরম পড়তেই আখের রস নিয়ে কোচবিহারের বিভিন্ন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে আখের রস বিক্রেতারা। যেখানে আখের রস বিক্রেতা সেখানেই ভিড় জমেছে পথচলতি মানুষের, পথচলতি লরি, চারচাকা গাড়ি, টোটো প্যাসেঞ্জার নিয়ে দাঁড়িয়ে পড়ছে আখের রসে গলা ভিজিয়ে ফের রওনা দিচ্ছে। এই গরমে কেউ খুশি না থাকলেও আখ ব্যবসায়ীরা তাদের ব্যবসার জেরে খুশির অনেকটাই।