নিজস্ব সংবাদদাতা, মালদা,১৬ জুলাই : কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে জেলা।
শুক্রবার রাতে ক্ষণিকের স্বস্তির বৃষ্টি। শনিবার সকাল হতেই আবার তীব্র দাবদহ।
বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও বর্ষার দেখা নেই মালদা জেলায়।
আষাঢ় মাসের শেষেও নেই বর্ষার দেখা।
জেলাবাসীর মনের অবস্থা আল্লাহ মেঘ দে পানি দে।
গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাকাল অবস্থা জেলাবাসীর।
শুক্রবার রাতে অঝোরে বৃষ্টি নামে মালদা শহরে। কিছুটা স্বস্তি পায় জেলার মানুষ।
কিন্তু শনিবার সকাল থেকে আবার তীব্র তাপদাহ। বর্ষায় ছাতা ব্যবহার না করতে পারলেও তীব্র গরমে ছাতা ব্যবহার করতে দেখা যায় বহু পথ চলতি মানুষকে।
নদী নালার জল শুকাতে শুরু করেছে। নষ্ট হচ্ছে জমির ফসল।
কবে থেকে জেলায় বর্ষা শুরু হবে সেদিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী।
অন্যদিকে তীব্র গরমে নাকাল অবস্থায় স্কুল পড়ুয়াদের।
এক স্কুল শিক্ষক স্বপন মিশ্র বলেন, গরমে জেলাবাসীর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অবস্থাও করুন। তিনি বলেন,ছাত্র ছাত্রীদের স্বার্থে দুপুরের পরিবর্তে সকালে স্কুলে পঠন-পাঠন শুরু হলে কিছুটা স্বস্তি পাবে ছাত্র-ছাত্রীরা।