আহত বিজেপি কর্মীর শারীরিক অবস্থার অবনতি।

0
312

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ জুলাই: – মানিকচকের বিজেপি কর্মী রফিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে ভর্তি করা হল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর আগে তিনি মানিকচক ব্লক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ জুলাই মানাকচকের সৈয়দপুরের বিজেপি কর্মী রফিকুল ইসলামকে মারধোর করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সেদিন তৃণমূলের লোকজন শাবল, হাঁসুয়া নিয়ে রফিকুলের বাড়িতে চড়াও হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । বিজেপি নেতৃত্ব ওই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও তা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।