ইন্দাস থানার অভিযানে মিললো সারা, বাজার হাট থেকে উধাও ৭৫ মাইক্রেনের নিচে ক্যারি ব্যাগ।

0
259

ইন্দাস-গোবিন্দপুর, আব্দুল হাই:- কয়েকদিন আগেই ইন্দাস থানার ভারপ্রাপ্ত অধিকারীক সোমনাথ পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ইন্দাস থানার গোবিন্দপুর বাজারে হাটে প্রত্যেকটি দোকানে দোকানে সচেতন করেছিলেন ৭৫ মাইক্রেনের নিচে ক্যারিব্যাগ ব্যবহারের উপরে, আজ সাংবাদিক আব্দুল হাইয়ের ক্যামেরায় উঠে এসেছে পরিবর্তনের সেই চিত্র।
দোকানে দোকানে দেখা যাচ্ছে কোথাও কাপড়ের ব্যাগ কোথাও বা অন্যান্য ব্যাগে মালপত্র বিক্রি করছে দোকানদারেরা শুধু তাই নয় রাজ্য সরকারের এই উদ্যোগে খুশিও তারা কারণ প্রকৃতিকে সুস্থ রাখতে গেলে পলিথিনকে বর্জন করতেই হবে নয়তো ধীরে ধীরে প্রচন্ড ক্ষতির মুখে পড়তে হবে আগামীর ভবিষ্যৎ কে।
এতকিছুর পজিটিভিটির মধ্যেও কয়েকটি কথা অবশ্য উঠে এসেছে সাংবাদিকের ক্যামেরার সামনে, কোন কোন ব্যবসাদার এটাও বলছেন ৭৫ মাইক্রেনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ হয়েছে এতে আমরা খুশি, হয়তো এই কারণে ব্যয়বহুল হচ্ছে আমাদের অন্যান্য ক্যারি ব্যাগ ব্যবহার করতে কিন্তু এর সাথে সাথে যে সমস্ত প্যাকেজিং মাল পলিথিনে হচ্ছে সেগুলোকে বন্ধ করার উদ্যোগ নিন রাজ্য সরকার তাহলে উপকৃত হবে সমাজ সভ্যতা এবং প্রকৃতি।