মিশুকের জন্মদিনে রক্তদান শিবির।

0
270

আবদুল হাই, বাঁকুড়াঃ এক ফোঁটা রক্তের জন্য রোগীর পরিবারকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রক্তদান জীবন দান এই বাণীকে পাথেয় করে আজ মিশুকের জন্মদিনে রক্তদান কর্মসূচি পালন করা হয়। ওন্দা যুব সমাজের পরিচালনায় ওন্দা উচ্চবিদ্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এদিনের রক্তদান কর্মসূচিতে মোট 30 জন রক্তদাতা রক্তদান করেন।এর মধ্যে সাত জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। জন্মদিনে রক্তদান শিবির আয়োজন করে খুব খুশি মিশুক।