নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আড়াই বছর পর যুবভারতীতে ফিরছে ডার্বি ম্যাচ। অতিমারির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় দর্শক শূন্য স্টেডিয়ামে ডার্বি হলেও যুবভারতীতে এই ম্যাচ হতে চলেছে আড়াই বছর পর। আগামী ১৬ই অগাস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দিয়েই এ বারের ডুরান্ড কাপের বোধন হচ্ছে। ওই দিনই আবার খেলা হবে দিবস। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে হাইভোল্টেজ ডার্বি। আড়াই বছর বাদে বড় ম্যাচ ফিরছে যুবভারতীতে। ৩ বছর পর ডুরান্ডে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে। এই নিয়ে তার প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার কৃষ্ণ মিত্র যিনি কেষ্ট মিত্র নামেই বহুল পরিচিত।