শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতি এবং একাধিক বিষয় নিয়ে নন্দীগ্রামে জনসভা থেকে শাসক দল ও বিজেপিকে নিশানা মীনাক্ষী মুখার্জির।

0
221

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দপ্তরে দুর্নীতিগ্রস্থদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত সচ্ছ নিয়োগ,সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা এবং নতুন শিল্প আনা এবং কর্মসংস্থানের দাবিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বাম সংগঠনের DYFI এর পক্ষ থেকে জনসমাবেশের আয়োজন করা হয়, যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জী, এই দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রশাসন এবং বর্তমান শাসক দল সহ বিজেপি কে নিশানা করতে ছাড়েননি তিনি, পাশাপাশি তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করছে এবং যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে তাদেরকে পকেটমার বলে আখ্যা দিলেন নেত্রী মীনাক্ষী মুখার্জী, এই দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যারা পকেটমার হয় তারা এক বাসে উঠে পকেটমার করে আরেক পাশে উঠে যায় পকেটমার করতে,পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রথমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রেলে যে ৮০ হাজার পদ অবলুপ্ত করা হয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া হোক, এটাই আমি বলতে চাই, অন্যদিকে তৃণমূলের শহীদ সভা নিয়ে তিনি বলেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে শহীদ বলবো, তাহলে কি কিশান জিকেউ আমরা শহীদ বলবো, এমনই ভাবে কটা করলেন নেত্রী মীনাক্ষী মুখার্জি।