পৌর নির্বাচিত কাউন্সিলর ভোটে জয়লাভ করে মানুষের পরিষেবা ছাড়াও ওয়ার্ডের উন্নয়নের জন্য দেখা গেলেও অনেক ক্ষেত্রে ব্যাতিক্রম ও ঘটে ।

0
309

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌর নির্বাচিত কাউন্সিলর ভোটে জয়লাভ করে মানুষের পরিষেবা ছাড়াও ওয়ার্ডের উন্নয়নের জন্য দেখা গেলেও অনেক ক্ষেত্রে ব্যাতিক্রম ও ঘটে ।গল্প হলেও সত্যি কথাটা মিলে গেল রানাঘাট 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সরকার (বাপ্পা ) পথ সারমেয় পশু পাখির জন্য তৌরি করে দিলেন খাওয়ার স্থান সেখানে রয়েছে জলের ব্যাবস্থা পাশাপাশি ওয়ার্ডের বাসিন্দারা খাবার কিংবা ফেলে দেওয়া খাবার এই বার নিদিষ্ট স্থানে দিয়ে পথ সারমেয় পশু পাখিরা এই বার তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে ।রাজ্যে এমন পরিকল্পনা পৌরএলাকায় নেই বললেই চলে ।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন পরিকল্পনা দেখে ও জেনে এমন সারমেয় ,পশু ,পাখিদের জন্য এমন ব্যাবস্থা করায় কাউন্সিলর কে যেমন ধন্যবাদ জানিয়েছেন অনেকে তেমনি তার এমন মহৎ কাজ কে প্রশংসা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। কাউন্সিলর বলেন মানুষ মানুষের জন্য কাজ করে মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ায় ।