ভারতের প্রথম আদিবাসী জনজাতির রাষ্ট্রপতি হতে চলেছে দ্রৌপদী মুর্মু, তাকে অভিনন্দন জানিয়ে কোচবিহারে মিছিল বিজেপির।

0
241

কোচবিহার, ২১ জুলাইঃ আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা। আর সেই ফলাফল ঘোষণায় বিরোধী প্রার্থীর থেকে অনেকটা এগিয়ে রয়েছে এনডিএ সরকারের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের প্রথম আদিবাসী জনজাতির রাষ্ট্রপতি হতে চলেছেন। তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে কোচবিহারে মিছিল করল বিজেপি। এদিন কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর অঞ্চলের পেটভাতা চন্দন চৌড়া এলাকায় ওই অভিনন্দন যাত্রা শুরু হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিন বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জের বিধায়িকা মালতি রাভা রায়, কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস ও দিনহাটার বিজেপি নেতা জয়দীপ ঘোষ সহ আরও অনেকে।
জানা গেছে, ভারতের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। ভোট গণনার ফল সে কথাই বলছে। দ্বিতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থীর প্রাপ্ত ভোট ৮০৯। আর প্রথম রাউন্ডে দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন ৫৪০ ভোট। দুই রাউন্ডের শেষে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী ভোট পেয়েছেন ১,৩৪৯টি। যদিও এখন ভোট গননা শেষে হয় নি বলে জানা গিয়েছে।