নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার।

0
749

সুভাষ চন্দ্র দাশ,গোসাবা :- ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার করলো সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ।মৃতের নাম প্রসেনজিৎ গোস্বামী।শুক্রবার সকালে দয়াপুর খেয়াঘাট সংলগ্ন নদী বক্ষে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশ। পরে উদ্ধার করে শনাক্ত করে জানা যায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ। উল্লেখ্য গত ১৭ জুলাই তারাপীঠ আলিপুরদূয়ারের কুমারগ্রাম থানার কামাক্ষ্যাগুড়ি ৯ জনের এক পর্যটক দল ভ্রমণে বের হয়।প্রথমে তারা দেওঘর এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সেখান থেকে তারাপীঠ হয়ে বুধবার সুন্দরবন ভ্রমণের জন্য আসে। গদখালি থেকে এমভি ময়ূরপঙ্খি নামে একটি ভুটভুটি ভাড়া করে।ভুটভুটিতে চেপে সুন্দরবন ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে।বুধবার সন্দরবন ভ্রমণ করে দয়াপুর খেয়াঘাট সংলগ্ন নদীবক্ষে ভুটভুটিতে রাত্রীযাপন করার জন্য তৈরী হচ্ছিল ওই পর্যটক দলটি।সেই সময় আচমকা ভুটভুটি থেকে নদীতে পড়ে তলিয়ে যায়।