মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের গেটের সামনে বিক্ষোভ কর্মচারীদের।

0
188

আবদুল হাই, বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মোতাবেক পুরানো পেনশনের আওতায় আনার জন্য 241 জন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মচারী অবস্থান বিক্ষোভের সামিল হল। এর নেতৃত্বে রয়েছে ডিভিসি ল্যাণ্ড লুজার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সোমবার সকাল আটটা থেকে 48 ঘন্টার জন্য  তারা জেলার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসনের গেটের সামনে একটি মঞ্চে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। উল্লেখ্য এই সমস্ত কর্মচারীরা ভূমিহারা বাস্তুহারার দরুন চাকরি পেয়েছেন ।   তাদের চাকরীর প্যানেল 1993 সালে হয়েছিল। চুক্তি ছিল 520 জন ভূমিহারা সদস্য ডিভিসিতে স্থায়ী চাকরি পাবেন বিদ্যুৎ প্রকল্পের ৩ নম্বর ইউনিট চালু হবার সাথে সাথেই। 2002 পর্যন্ত 280 জনের চাকরিতে নিয়োগ হন কিন্তু কর্তৃপক্ষের গড়িমসিতে বাকি 240 জনকে 2005 থেকে 2008 সালে  কাজে নিযুক্ত করা হয়। ফলে তাঁরা কেন্দ্রীয় সরকারের  পুরাতন পেনশনের আওতায় পড়ছেন না। ইতিমধ্যে যে সমস্ত কর্মচারী অবসর গ্রহণ করছেন, নতুন পেনশন আওতায় না থাকার কারণে তাদের অবসরকালীন জীবন অত্যন্ত কষ্টের মধ্যে কাটছে বলে তারা জানান।
দীর্ঘদিন ধরে নতুন পেনশনের পরিবর্তে পুরাতন পেনশনের স্কিমে আসার জন্য আন্দোলন করছেন ডিভিসি ল্যান্ড লুজার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সহ ডিভিসির কর্মী ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ । তবে কর্তৃপক্ষ যদি তাদের দাবি না মানে আগামী দিনে অমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।