নিউমোনিয়া নিয়ে সচেতন মূলক প্রচার লোকগীত ও কুইজের মাধ্যমে ।

0
378

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – শূন্য থেকে পাঁচ বছরে শিশুদের নিউমেনিয়া নিয়ে সচেতনতামূলক প্রচার চলছে সারা জেলা সহ ব্লক জুড়ে তেমনি সাঁকরাইল ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় স্বাস্থ দপ্তরের পক্ষ থেকে লোকগীতি এবং কুইজের মাধ্যমে সাধারণ নাগরিক এবং মায়েদের শিক্ষামূলক সচেতনতা প্রচার করতে দেখা গেল। মানিকপুর সুস্বাস্থ্য কেন্দ্রে কাছে বিভিন্ন ব্যানার সহযোগে পোস্টার টাঙিয়ে সাময়িক সাংস্কৃতিক আঙ্গন তৈরি করে লোকগীত এবং কুইজ প্রদর্শিত হল। প্রচারে মূল উপদেষ্টা হিসেবে ছিলেন মৌসুমী চ্যাটার্জী তৎসহ আরো তিনজন কলাকুসলীরা। এলাকার আশা কর্মী ও উপস্থিত ছিলেন এই সচেতনতার প্রচারের অনুষ্ঠান প্রাঙ্গণে।