ইংরেজবাজার পুরসভার উদ্যোগে, মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো।

0
274

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ইংরেজবাজার পুরসভার উদ্যোগে, মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বাঁশবাড়ি এলাকাতেই এই সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু হয় । উপস্থিত হয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী , সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সাহা এবং স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
উল্লেখ্য, বাঁশবাড়ি এলাকার “দিশারী” নামক একটি সংস্থা তাদের উদ্যোগেই পুরসভাকে দেড় কাঠা জায়গা দেওয়া হয়। সেই স্বেচ্ছাসেবী সংস্থার জায়গাতেই পুরসভার পক্ষ থেকে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে আশেপাশে এলাকার মানুষেরা ছোটখাটো রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পাবেন।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু ন্দু চৌধুরী জানিয়েছেন, মালদা শহরে এরকম তিনটি ওয়ার্ডের সুস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে‌। যাতে করে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ নাগরিকেরা নানান রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পেতে পারেন।